
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের সন্তান মোহাম্মদ আশরাফুর রহমান ইংল্যান্ডের লুটন শহরের ড্যালো প্রাইমারি স্কুলের ‘প্যারেন্টস গভর্নর’ পদে সর্বোচ্চ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
মরহুম আলহাজ্ব ডা. শামস উদ্দিন আহমদের তৃতীয় ছেলে আশরাফুর রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
নির্বাচনে বিজয়ের পর তিনি দেশবাসী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেছেন।