সিলেটের জকিগঞ্জ উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার-এর উদ্যোগে রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আবদুল মুসাব্বির আইয়রী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাইবে মুহতামিম মুফতি আবদুল মুনতাকিম এবং যৌথভাবে পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান ও শিক্ষা সচিব মাওলানা ওয়ালী উল্লাহ।
প্রশিক্ষণ প্রদান করেন মুনশীবাজার মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মুফতি মাহমুদ হোসাইন বারঠাকুরী। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম করাচী, পাকিস্তান-এর সাবেক উস্তায মুফতি মুহাম্মাদ মনসুর আহমদ এবং মদীনা থেকে আগত মুফতি আব্দুল মালিক আল আতীক।
তাঁরা পাঠদানের কৌশল, আধুনিক শিক্ষণপদ্ধতি, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক আচরণ, এবং শিক্ষকদের জ্ঞান ও গবেষণামূলক বিকাশ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। বক্তারা বলেন, “একজন শিক্ষককে প্রথমে নিজের মর্যাদা অনুধাবন করতে হবে, পাঠ্যবিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে হবে, নিয়মিত মুতালাআ করতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি স্নেহ-মমতা প্রদর্শন করতে হবে।”
কর্মশালায় জকিগঞ্জসহ আশপাশের বিভিন্ন মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। আলোচকদের প্রাণবন্ত ইলমি বক্তব্যে তাঁরা অনুপ্রাণিত হন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। কয়েকজন অংশগ্রহণকারী নিজেদের অনুভূতিও সংক্ষেপে তুলে ধরেন।
পরিশেষে মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মুসাব্বির আইয়রী দুআ ও নসীহত পেশ করেন এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।