কুরআনমুখী প্রজন্ম গঠনে নাজাত ফাউন্ডেশনের ভূমিকা অনন্য : আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী

Spread the love


দারুল ফিকহ ওয়াল ইফতা আল-ইসলামীর চেয়ারম্যান, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন,
“পবিত্র কুরআন আল্লাহ তায়ালার বাণী, যা মানুষের জীবনকে আলোকিত করে এবং দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ দেখায়। ইতিহাস সাক্ষী—যে ব্যক্তি কুরআনের নির্দেশনা মেনে চলার চেষ্টা করেছেন, আল্লাহ তায়ালা তাকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করেছেন। তাই আমাদের সবার উচিত সহীহভাবে কুরআন তেলাওয়াত শেখা ও তা জীবনে বাস্তবায়ন করা।”

তিনি আরও বলেন, “নামাজে কুরআন পাঠ ফরজ করা হয়েছে, তাই শুদ্ধভাবে কুরআন শেখা প্রতিটি মুসলমানের দায়িত্ব। নামাজের বাইরে কুরআন তেলাওয়াতের যে সওয়াব, তা অন্য কোনো কিতাব বা বই পাঠে পাওয়া যায় না, তাই সকলে কুরআন শিক্ষায় আত্মনিয়োগের পাশাপাশি যারা খেদমতে সম্পৃক্ত আছেন, তারা যেন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেন।
নাজাত ফাউন্ডেশনের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ কুরআনপ্রেমী সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি এ উদ্যোগের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জানাই এবং তাদের কর্মকাণ্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী শনিবার সকাল ১১টার সময় জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সকল শাখা কেন্দ্রের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ এর ইলমে কিরাতের বিভিন্ন খেদমত নিয়ে আলোচনা করে তার সর্বোচ্চ দরজাবুলন্দি কামনা করেন।
নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইমাদ উদ্দীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ফদ্বলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রায় শতাধিক কৃতি শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। রাবে ও খামিছ জামাতের শিক্ষার্থীদেরকে একহাজার পাঁচশত এবং আউয়াল থেকে ছালিছ জামাত পর্যন্ত একহাজার দুইশত টাকা করে প্রদান করা হয়।
মোঃ আব্দুল হামিদের কুরআন তিলাওয়াত ও মাহদি হাসান চৌধুরীর নাত পরিবেশনের পাশাপাশি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট নিয়ে যৌথ সংগীত পরিবেশন করেন রিসালা শিল্পী গোষ্ঠীর সদস্য মোঃ রিয়াদুর রহমান চৌধুরী ও আহমদুল হক।

নাজাত ফাউন্ডেশনের পরিচালক ওয়াহিদুর রহমান তারেকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ এখলাছুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুশাহিদ আহমদ কামালী।

অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, কানাইঘাট উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন সিদ্দিকী, জকিগঞ্জ উপজেলা ইয়াকুবিয়া হিফজুল কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি হাফিজ মাওলানা জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী হোসেন, নাজাত ফাউন্ডেশনের পরিচালক ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোঃ শিব্বীর আহমদ মাসুম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন পরিষদের সদস্য মাওলানা মোঃ ময়নুল হক, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ শিরাজুল ইসলাম, সিলেট পূর্ব জেলা তালামীযের সদস্য মোঃ ছাদিকুর রহমান, মুমিনপুর আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ দারুছছুন্না ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমদ, থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন, লতিফিয়া ক্বারী সোসাইটি বীরশ্রী, জকিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমান চৌধুরী, শাহজালাল ইসলামিক আইডিয়াল একাডেমির শিক্ষক মোঃ ছালাউদ্দীন, থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মাসুক আহমদ আইয়রী,মাওলানা আব্দুর রউফ শিক্ষক লুৎফর রহমান হাইস্কুলে এন্ড কলেজ, জকিগঞ্জ পৌর তালামীযের সভাপতি মোঃ দিলশাদ আনোয়ার

উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলার সমমনা কয়েকজন প্রবাসী যুবক ২০১৬ ঈসায়ীতর “নাজাতের আশে-মানবতার পাশে” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা করেন নাজাত ফাউন্ডেশন সিলেট। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠন প্রতি বছর পবিত্র কুরআনের বিশ্বনন্দিত প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের জকিগঞ্জ কানাইঘাট উপজেলার শাখা কেন্দ্রের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সময় দূর্যোগকালীন সময়ে এবং রমাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ সহ সামাজিক ও ইসলামিক বহুমাত্রিক খেদমতে জড়িত রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *