
জকিগঞ্জ টিভি ::
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে জকিগঞ্জ উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে বারহাল ডিগ্রি কলেজ।
প্রতিষ্ঠানটির ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছেন। মানবিক বিভাগে ১৭২ জনের মধ্যে ১৩১ জন এবং বিজ্ঞান বিভাগে ২২ জনের মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়েছেন।
গড় পাসের হার ও শিক্ষার্থীদের সার্বিক সাফল্যের ভিত্তিতে বারহাল ডিগ্রি কলেজ এবারও উপজেলার সেরা কলেজ হিসেবে অবস্থান ধরে রেখেছে।
উল্লেখ্য, বারহাল ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্র ছিল কানাইঘাটে।