জকিগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

Spread the love

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানিয়ে বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন কমিটির পরিচিতি সভা আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জ গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আটগ্রাম-জকিগঞ্জ সড়কটি প্রতিদিনই দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হচ্ছে। প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণহীন ড্রাইভার ও ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে আনা জরুরি। পাশাপাশি লাইসেন্স প্রদানে অনিয়ম বন্ধ করে সচেতন নাগরিক তৈরি করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজাদুর রহমান।

প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক এখলাসুর রহমান, দিলাল আহমদ, ইসমাইল হোসেন ও শরিফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আফজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদন চন্দ্র বিশ্বাস ও আব্দুস শহিদ শাকির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক সাইফুর রহমান, নারী বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সেলিম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কণিকা রাণী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবাইয়া সিদ্দিকা রিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাহমিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক শাহিন আহমদসহ কার্যকরী সদস্যবৃন্দ।

বক্তারা আরও বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।”
এই লক্ষ্যে ড্রাইভার ও যাত্রীদের সঙ্গে নিয়মিত সচেতনতামূলক আলোচনা, সিগন্যাল ব্যবহারের নির্দেশনা এবং ট্রাফিক শৃঙ্খলা বিষয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয় বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ শাখা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *