হোসাইন আহমদ সুজাদ
আঞ্চলিক গণমাধ্যম হিসেবে জকিগঞ্জ টিভি আজ শুধু একটি অনলাইন টেলিভিশনের নাম নয়—এটি হয়ে উঠেছে জকিগঞ্জের মানুষের আবেগ, আশার প্রতিচ্ছবি এবং সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর।
প্রতিষ্ঠার পর থেকে জকিগঞ্জ টিভি স্থানীয় সংবাদ, সংস্কৃতি, সমস্যা-সম্ভাবনা ও মানুষের জীবনের গল্পগুলো যেভাবে সাহসিকতা ও দায়িত্ববোধের সঙ্গে তুলে ধরছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে জাতীয় গণমাধ্যমের আলোচনার বাইরে থাকা সীমান্ত অঞ্চলগুলোর কথাগুলো তারা যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তা এক ধরনের নিরব বিপ্লব।
এই টেলিভিশনের প্রতিটি সংবাদকর্মী, সম্পাদক, প্রযোজক ও কারিগরি সহকর্মীর প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা শুধু সংবাদ পরিবেশন করেন না, আপনারা আমাদের এলাকার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন—বেদনা, প্রতিবাদ, স্বপ্ন আর সংগ্রামের কথা বলছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে আমি জকিগঞ্জ টিভির উত্তরণ, নিরপেক্ষতা এবং পেশাগত মান আরও সুদৃঢ় হোক এই কামনা করি। আগামী দিনগুলোতে আরও শক্তিশালী, সাহসী ও মানবিক হয়ে উঠুক আমাদের প্রিয় জকিগঞ্জ টিভি।
শুভ হোক প্রতিষ্ঠাবার্ষিকী!
লেখক: সিনিয়র রিপোর্টার, একাত্তর টেলিভিশন