জকিগঞ্জ টিভির জনপ্রিয় উপস্থাপক ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র আবৃত্তি পরিচালক মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে গজল সন্ধ্যা। আগামীকাল শনিবার (২৫ অক্টোবর ২০২৫) কালিগঞ্জের ইছামতি শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী। সভাপতিত্ব করবেন রেদ্বওয়ান মাহমুদের পিতা মাওলানা আহমদ আল কবির চৌধুরী।
অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করবেন, জনপ্রিয় গীতিকার ও সুরকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, হাফিজ ফরহাদ আহমদ, আব্দুল ওয়াদুদ ময়নুল, মাহমুদ আব্দুল কাদির, শামসুল হাসনাত, কামরান হোসাইন, শাহ মিফতাউল ইসলাম, মুস্তফা আহমদ, মামুনুর রহমান, হাফিজ ফজল মাহমুদ, আহমদুল হক, রিয়াদুর রহমান চৌধুরী, এম এ হায়দর, সুজন উদ্দিন ও হবিবিয়া শিল্পী গোষ্ঠী।
ক্বিরাত পরিবেশন করবেন সবুজকুঁড়ির ক্বেরাত পরিচালক ক্বারী মারুফ আহমদ ও রিসালার ক্বিরাত পরিচালক ক্বারী মুজাম্মিল আহমদ।
ইতিমধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তারা।