
‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর উদ্যোগে সংগঠনের আর্থ-মানবিক কর্মসূচির আওতায় জকিগঞ্জের নিলাম্বরপুর গ্রামের এক হতদরিদ্র ব্যক্তিকে অর্থ প্রদান এবং সংগঠনের নবীন সদস্যদের বরণ উপলক্ষে ১৭ অক্টোবর, শুক্রবার, সন্ধ্যা ৭টায় নগরীর জল্লারপাড়স্থ হোটেল প্যারালাক্সে এক দায়িত্বশীল ও সদস্য সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’ জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে। সভায় বক্তারা নুমান হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক এম. রুহেল লস্করের পরিচালনায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি
জাহেদ আহমদ, মুহাম্মদ মুজিবুর রহমান, বিলাল আহমদ,যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, । এছাড়াও উপস্থিত ছিলেন অন্যন্য দায়িত্বশীল ও নবীন সদস্যবৃন্দ।