
সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছামতি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ইছামতি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও কলেজ প্রতিনিধি সম্মেলন।
আগামী ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কালিগঞ্জ বাজারের জান্নাত কনভেনশন হলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
আয়োজকরা জানিয়েছেন, নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলা ও বিভিন্ন কলেজ-ইউনিভার্সিটির তালামীযের দায়িত্বশীলগণ, পাশাপাশি জকিগঞ্জ উপজেলার আল ইসলাহ ও তালামীযের সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন।

দাওয়াতি কার্যক্রম চলমান রয়েছে এবং এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের আন্তরিক দোয়া কামনা করেছেন তারা।