গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশনের মক্তব প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ

Spread the love

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মক্তব প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় গঙ্গাজল আলিফ সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৮০টি মসজিদের প্রায় ৭০০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ড থেকে ১০ জন করে মোট ৯০ জনকে পুরস্কৃত করা হয়। পরবর্তীতে বাছাই পর্বে প্রতি ওয়ার্ড থেকে ৫ জন করে মোট ৪৫ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য মনোনীত করা হয়।

ফাইনাল পর্বে প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে ছিল

প্রথম স্থান: ৫,০০০ টাকা,দ্বিতীয় স্থান: ৪,০০০ টাকা,তৃতীয় স্থান: ৩,০০০ টাকা,চতুর্থ স্থান: ২,৫০০ টাকা,পঞ্চম স্থান: ২,০০০ টাকা,৬ষ্ঠ থেকে ১০ম স্থান: ১,০০০ টাকা করে।
শীর্ষ দশ প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী ৪৫ জনকেই সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

সেরা দশ বিজয়ী:সুমাইয়া জান্নাত হ্যাপি (গোয়াবাড়ি পশ্চিম জামে মসজিদ), সাকেরা আক্তার জোৎস্না (গোয়াবাড়ি পশ্চিম জামে মসজিদ), আবিদা জান্নাত (গনিপুর উত্তর নতুন জামে মসজিদ), আমাতুল্লাহ সিদরাতুল মুনতাহা (গঙ্গাজল বড় মসজিদ), ফাহমিদা জান্নাত মুন্নি (গোয়াবাড়ি পশ্চিম জামে মসজিদ), উমামা জান্নাত রাইসা (গোয়াবাড়ি পশ্চিম জামে মসজিদ), ফাহিমা জান্নাত সুমাইয়া (আনন্দপুর কান্দি জামে মসজিদ), ফাবিহাতুল জান্নাত (গনিপুর ছাহেব বাড়ি জামে মসজিদ), মাশরুফ আহমদ (সহিদাবাদ জামে মসজিদ) ও হোসাইন আহমদ (খাদিমান জামে মসজিদ)।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত করেন গোয়াবাড়ি পশ্চিম জামে মসজিদের খতিব ক্বারি হাবিবুর রহমান জাব্বির। ইসলামিক সাংস্কৃতিক সংগঠন ‘রিসালাহ’-এর শিল্পী রিয়াদুর রহমান চৌধুরী ও আহমদুল হক ইসলামিক সংগীত পরিবেশন করেন।

মক্তব প্রতিযোগিতার প্রধান পরিচালক আব্দুছ ছামাদ নাইমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন-অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয় প্রকৌশলী নোমান আহমেদ,উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি,চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের একাউন্ট অফিসার সাদেক আহমেদ,সিলেট জেলা মাধ্যমিক বিদ্যালয় সমিতির সভাপতি কুতুব উদ্দিন ,উপজেলা স্বাস্থ্য সহকারী নজমুদ্দিন আহমেদ ,ইউনাইটেড ফোরাম গঙ্গাজল এর সাধারণ সম্পাদক আলি আকবর রাসেল,পরীক্ষক প্রতিনিধি হাফিজ আব্দুল গফুর, আল ইহসান একাডেমির পরিচালক আব্দুল কুদ্দুস,গঙ্গাজল তারুণ্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলমাছ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল বাসিত, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন সজল, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইহসানুল হক, সহকারী পরিচালক জামিল আহমেদ কোবেদ, কার্যনির্বাহী সদস্য মাহফুজুল আলম ও সদস্য মো. আবুল হাসান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের কোরআন শিক্ষায় উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *