
সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে নৌকা ডুবে নিখোঁজ হওয়া আব্দুল হাসিম (৫৫) এর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার পরচক গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১৬ মিনিটের দিকে মমতাজগঞ্জ সুরমা নদীতে ভেসে ওঠে তার মরদেহ। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর, রবিবার আটগ্রাম সুরমা নদীতে নৌকাবাইচ শেষে ফেরার পথে একটি নৌকা ডুবে যায়। তারপর থেকে আব্দুল হাসিমকে খুঁজে পাওয়া যায় নি।
এএন/২০২৫