প্যারিসে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উদ্যোগে মিলাদুন্নাবী ‎ﷺ উদযাপন

Spread the love

প্যারিসে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নাবী ‎ﷺ উদযাপিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক, আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. এর নাতি মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মানবজাতির কল্যাণে হযরত মোহাম্মদ ‎ﷺ-এর আগমন। কোরআনে উল্লেখ আছে, রাসূলুল্লাহ ‎ﷺ বিশ্ববাসীর জন্য রহমত। তাই আল্লাহর নির্দেশ পালন করে আমরা আনন্দ প্রকাশের মাধ্যমেই শুকরিয়া স্বরূপ মিলাদুন্নাবী ‎ﷺ উদযাপন করি। তবে একে আলাদা কোনো ইবাদত হিসেবে দেখা হয় না, বরং এটি কেবল একটি উপলক্ষ মাত্র। এদিন হুজুরে পাকের শানে সালাত ও সালাম পেশ করাই মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “কোরআনে মুসা আ., ঈসা আ. সহ বিভিন্ন নবী-রাসূলের জন্মের কথা উল্লেখ আছে। আমাদের প্রিয়নবী ‎ﷺ তাঁর জন্মদিনকে গুরুত্ব দিয়ে সোমবারে রোযা রাখতেন। সুতরাং এ দিনকে মর্যাদা ও সম্মান দেওয়া অবশ্যই জরুরি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মির্জা শফিকুর রহমান, হাফিজ এখলাসুর রহমান রাজু, মাওলানা জিল্লুর রহমান, আব্দুর রহিম, আজহারুল হক টিপু, বাংলাদেশী কমিউনিটি মসজিদের সভাপতি সালেহ আহমদ, সহ-সভাপতি সালেহ আহমদ চৌধুরী এবং কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা খয়রুল আমিন খছরু।

হাফিজ আবু জাফর রিপনের কোরআন তিলাওয়াত ও আবু সাইদ সায়েমের নাত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এ মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, আবু সিদ্দীক আনসারি, মনজ্জিল আলী লকুস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আহসান হাবীব শাহ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ নুরুল আমীন, শাহ আব্দুস সামাদ, সাইফুর রহমান শপন, কামাল আহমদ, শামিম আহমদ, সিপন আহমদ, আবুল হাসান সিদ্দিকী, মুহিবুর রহমান খালেদ, মুজিব আজহার, শামসুদ্দিন, রাসেদ আহমদ ও খালেদ আহমদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *