শেখ আয়েশা খাতুন বড় বাড়ি হিফজুল কোরআন একাডেমি’র প্রাতিষ্ঠানিক নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

Spread the love

আহমদ হোসাইন আইমান :: সোমবার (২৯ এপ্রিল) বাদ যোহর মানিকপুর ইউনিয়নের শেখ আয়েশা খাতুন বড় বাড়ি হিফজুল কোরআন একাডেমি’র প্রাতিষ্ঠানিক নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুরশিদের বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

এসময় উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়া প্রবাসী ডাক্তার মইন উদ্দিন,নর্থইস্ট মেডিকেল কলেজের সিনিয়র একাউন্টস এস.এস.এম সাঈদ, লতিফিয়া এতিমখানা ফুলতলী’র ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী ফুলতলী,
যুক্তরাজ্য প্রবাসী মোস্তফা শাহরিয়ার আলী, যুক্তরাজ্য প্রবাসী মো.তারেক রহমান,
সিলেটের ব্যবসায়ী গোলাম ওয়াছিল শাহিন, কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন সামন, লতিফিয়া কারী সোসাইটির ইছামতি আঞ্চলিক শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফিজ রেদ্বওয়ান আহমেদ, র্যাব-৪ কর্মকর্তা হাছান আহমদ চৌধুরী, ইছামতি কামিল মাদরাসা’র জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য আহমদ হোসাইন আইমান, ইছামতি কামিল মাদরাসা’র হবিবিয়া ছাত্র সংসদে জি. এস মিছবাহ উদ্দিন চৌধুরী প্রমূখ।

এসময় বক্তারা প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন- ‘দ্বীনের আলো সমাজের সর্বত্র ছড়িয়ে দেয়ার পাশাপাশি দেশ ও দশের কল্যাণের নিমিত্তে সুনাগরিক গড়ে তুলতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’উল্লেখ্য, শেখ আয়েশা খাতুন বড় বাড়ি হিফজুল কোরআন একাডেমি’রসহ পরিবারের সদস্যদের পাশাপাশি বৃটেন- আমেরিকার প্রবাসে থাকা আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি গড়ে উঠছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *