
সিলেটের জকিগঞ্জ বাস মালিক সমিতি ও যাত্রী অধিকার পরিষদের মধ্যে এক বৈঠকে যাত্রীসেবা উন্নয়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা আনতে ছয় দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে গঙ্গাজল বাজারে নতুন স্টপেজ নির্ধারণ থেকে শুরু করে অনলাইন টিকিট ব্যবস্থা চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসে।
বৈঠকের আলোচ্য সূচি অনুযায়ী গৃহীত সিদ্ধান্তসমূহ হলো—১. আগামী রবিবার থেকে গঙ্গাজল বাজারে বাস স্টপেজ নির্ধারণ করা হবে।
২. যাত্রীদের সুবিধার্থে বাসের সিট প্রশস্ত করা হবে।
৩. নামাজের সময় বাস চলাচলে বিরতি দেওয়া হবে।৪. যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।৫. নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হবে।
৬. টিকিট সংগ্রহের জন্য অনলাইন সিস্টেম চালু করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন যাত্রী অধিকার পরিষদের সভাপতি এস. এম. পারভেজ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গণি চৌধুরী ও সমিতির অন্যান্য কর্মকর্তাগণ।
এছাড়া উপস্থিত ছিলেন ইক্বরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ইমরান হোসাইন এবং ইক্বরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান মাসুম।
যাত্রী অধিকার পরিষদের সভাপতি এস. এম. পারভেজ এর উদ্যোগ জকিগঞ্জের যাত্রীদের দুর্ভোগ কমাতে সহায়ক হবে এমন প্রত্যাশা সাধারণ যাত্রীদের।