জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি’র ৭ম অভিষেক অনুষ্ঠান ZSC ARISE 23 সম্পন্ন।

Spread the love

সিলেটে অবস্থানরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি’র ৭ম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ জুলাই,২০২৩) বিকাল ৩ টায় সিলেট উপশহরস্থ সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজ, সীমান্তিক কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডএসসি’র উপদেষ্ঠা ও সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডএসসি’র উপদেষ্ঠা আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্র কল্যাণ উপদেষ্ঠা মাজেদ আহমদ চঞ্চল, সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মো: মহিউদ্দিন ফারুক, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।

সহ-সাধারণ সম্পাদক জাবের আহমদ খাঁন এর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আহসান হাবিব। স্বাগত বক্তব্য দেন জেডএসসি’র সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমদ ফারহান। গত বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন ২০২২-২৩ বর্ষের সাধারণ সম্পাদক ইশতিয়াক হাসান। এরপর গতবর্ষ ২০২২-২৩ এর সভাপতি দেলওয়ার হোসেন রনি নতুন ২০২৩-২৪ বর্ষের সভাপতি মামুনুর রশিদকে ফুল দিয়ে বরণ করে নেন। তারপর নতুন সভাপতি ২০২৩-২৪ বর্ষের পূণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেডএসসি’র সম্মানিত সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জে এফ চৌধুরী ফাহিম।

এছাড়াও বক্তব্য রাখেন সিঙ্গেরকাচ আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা খসরুজ্জামান, সীমান্তিক হাসপাতাল সিলেটের কো-অর্ডিনেটর জামাল আহমদ, সীমান্তিক আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল জয়নাল আহমদ, স্কয়ার স্পেস আইটি সলুশন এর সিইও মাহতাব আহমদ, রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, জেডএসসি’র সম্মানিত সদস্য ইসমাইল হোসেন খান, মাহফুজ লস্কর, আলী হোসেন তাপাদার প্রমুখ।

জেডএসসির স্পেশাল ইভেন্ট ফাইভ মিনিট ফর লার্নিং পরিচালনা করেন এডু পয়েন্ট প্রজেক্ট কো-চেয়ারম্যান ইকবাল তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন সুন্নাহ। এতে বিজয়ী হন ইমরান সামিন তালুকদার।

সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা দেওয়া হয় রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থা সিলেট, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ, গ্রামীণ সংস্থা জকিগঞ্জ ও স্বপ্নছোয়া ছাত্র পরিষদ জকিগঞ্জ কে।

জেডএসসি’র সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন সুন্না শাবিপ্রবিতে চান্স পাওয়ায় তাকে পুরস্কৃত করা হয়। এছাড়া বেস্ট ভলোন্টিয়ার হিসেবে পুরস্কৃত করা হয় তাহমিদ হাসান তালুকদার ও ইশতিয়াক চৌধুরীকে।

উক্ত প্রোগ্রামে প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সহ সভাপতি কাজী জাকির।

সবশেষে সভাপতি মামুনুর রশিদ সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *