জকিগঞ্জে তিন রুটে-ই চালু হোক বিআরটিসি বাস।

Spread the love

আবীর আল নাহিয়ান

দেশের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ। জেলা শহর সিলেট থেকে যার দুরত্ব প্রায় ৯০ কিলোমিটার। বিভিন্ন সময়ে নিজেদের প্রয়োজনে এখানকার লোকজনকে জেলা শহর সিলেটে যাতায়াত করতে হয়। তাছাড়া জকিগঞ্জের অনেক শিক্ষার্থী সিলেটে অধ্যায়নরত আছেন। সিলেট-জকিগঞ্জ রোডে অদক্ষ চালক, প্রতিযোগিতামূলক গাড়ি চালানো, অপরিকল্পিত বাস চলাচলের ফলে দুর্ঘটনা ঘটে থাকে। এজন্য জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো বিআরটিসি বাস চালু করা। গত ৫ জানুয়ারি, ২০২৩ তারিখে জকিগঞ্জবাসী তাদের স্বপ্নের বাস্তবিক রুপ দেখতে পেয়েছে। সিলেট-জকিগঞ্জ রুটে চালু হয়েছে বিআরটিসি বাস। বিআরটিসি বাস চালু হওয়ার পর জকিগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিআরটিসি বাসে যাতায়াত করছেন। কিন্তু বর্তমানে কেবল সিলেট-কালিগঞ্জ-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাসের সার্ভিস চালু রয়েছে। যার ফলে সিলেট-রতনগঞ্জ-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাসের সার্ভিস না থাকায় এ রুটের যাত্রীরা বিআরটিসি বাসের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অপরদিকে শেওলা-জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস চালু হলে, সে রুটের যাত্রীরা কম সময়ে জেলা শহর সিলেটে পৌঁছাতে পারবেন।

পরিশেষে কর্তৃপক্ষের কাছে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি সিলেট- রতনগঞ্জ-জকিগঞ্জ ও সিলেট-শেওলা-জকিগঞ্জ রুটেও বিআরটিসি বাস চালু করা হোক।

লেখক: শিক্ষার্থী


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *