আসুন, তৃণমূল পর্যায়ে জনপ্রিয় প্রয়াত বদরুলের অব্যক্ত স্বপ্নকে বাঁচিয়ে রাখি

Spread the love

-আব্দুল গফফার মোহাম্মদ শাহীন

আকস্মিক মৃত্যুতে অপারের বাসিন্দা হয়েছেন জকিগঞ্জ উপজেলাধীন আটগ্রামের নালুহাটি গ্রামের বাসিন্দা বদরুল হক (৩৪।  রবিবার রাত ১টার দিকে জালালাবাদ মহল্লায় বোনের বাড়িতে থাকা অবস্থায় মৃত্যু হয় তার। জীবিতাবস্থায় কতটা প্রিয় ছিলেন তিনি তার প্রমাণ মিলেছে জানাযায়। সহস্রাধিক মানুষের অশ্রুসিক্ত বিদায়ে বদরুল চলেছেন না ফেরার দেশে।দলীয় খেতাব আর পদ-পদবীর বাইরেও বঙ্গবন্ধর আদর্শ ধারণ করে সর্বমহলে যে ভালোবাসার পাত্র হয়ে ওঠা সম্ভব, বদরুল এই ম্যাসেজটি দিয়ে গেছেন আমাদের।  বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জকিগঞ্জ-এর সহ সাংগঠনিক সম্পাদক বদরুলের চলে যাওয়া কাঁদিয়েছে সবাইকে। দল, মতের উর্ধে্ব স্থান করে নিয়েছে নিখাঁদ প্রীতির বাঁধন।গভীর রাতে তার মৃত্যুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত মানুষের স্মৃতিচারণ রীতিমত তাক লাগিয়েছে। সবার সাথেই হাসিমুখে ছবি বদরুলের। টগবগে জ্যান্ত বদরুলের উচ্ছলতা স্পষ্ট প্রতিটি ছবিতে। অবশ্য একটা স্বপ্নকে অপূর্ণ রেখেই তিনি পাড়ি জমালেন। স্থানীয় ওয়ার্ডে সদস্য হিসেবে প্রতিদ্বন্দিতা করার স্বপ্ন হয়তো অপূর্ণ থাকছে তবে তিনি যে পুরো উপজেলার মানুষের মনে প্রতিদ্বন্দিতা ছাড়াই জায়গা করে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।বদরুল পারিবারিক জীবনে এক ছেলে সন্তানের জনক। মা-বাবা হীন বদরুলের পরিবারে এখন স্ত্রী আর সন্তান। বদরুলের প্রতি আমাদের যে ভালোবাসা, টান তা রুপায়িত হোক পরিবারটিকে সাধ্যমত সহায়তা করার মাধ্যমে। বদরুলের ফুটফুটে ছেলেটি নিয়ে নিশ্চয় কমতি ছিল না স্বপ্নের। আসুন সাধ্যমত বদরুলের অনুপস্থিতিতে হলেও তার স্বপ্নের পরিবারটির জীবন চাকা ঘুরাতে আমরাও সঙ্গি হই। তৃণমূল পর্যায়ে সবার মন দখল করে নেয়া এই মানুষগুলোর অব্যক্ত স্বপ্নকে বাঁচিয়ে রাখি।


লেখক, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *