লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস উদযাপন

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

জকিগঞ্জ উপজেলার আটগ্রামস্থ লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমিতে যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার, (২১শে ফেব্রুয়ারি) সকাল থেকে চলতে থাকে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা। দুপুরে বিদ্যালয় মাঠে মাতৃভাষা দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহমদ আল মায়রুফের কোরআন তেলওয়াত ও সালাউদ্দীন মাহফুজের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রিন্সিপাল ইয়াহইয়া আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান এম. এ রশীদ বাহাদুর, যুবনেতা ফয়সল আহমদ চৌধুরী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ টেলিভিশনের হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, প্রবাসী সদরুল ইসলাম, সাদিক মানসুর, আবাবীল শিল্পী গোষ্ঠী’র সদস্য সুজন আহমদ, কাওসার হোসেন, আহমদ আল মায়রুফ, জকিগঞ্জ টিভি’র স্টাফ রিপোর্টার আবীর আল নাহিয়ান, আমীর সুলতান নয়ন, একেএম সাফওয়ান, কাজী লাবেক হোসেন সানি প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. আব্দুল মুকিত, ইমরান হোসেন মাওলানা রুহুল আমীন, মৃণাল কান্ত দাস, কাজী হারুনুর রশীদ, আব্দুল খালিক, জাহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির ভূয়সী প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল মারজান, নুসরাত জিহান, আবু বক্কর তুহা, তাবাসসুম আক্তার চৌধুরী, মাদিহা তাসনীম, মারজানা আক্তার, মাহিন আল মারজান প্রমুখ।

পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *